নেপালে রোনালদোর অনুদানের খবর ভুল!
গত সপ্তাহের খবর, ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের অসহায় মানুষের জন্য ‘সেভ দ্য চিলড্রেনে’র মাধ্যমে ৭০ লাখ ইউরো দান করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু এখন শোনা যাচ্ছে খবরটি ভুল। নেপালকে গড়ে তুলতে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিলেও রিয়াল মাদ্রিদ তারকা কোনো অর্থ দান করেননি বলে জানিয়েছে দাতব্য সংস্থাটি।
রোনালদোর অর্থ দান করার খবর প্রচারিত হওয়ার পর ভুল সংশোধন করে ‘সেভ দ্য চিলড্রেন’ এক বিবৃতিতে বলেছে, ‘সেভ দ্য চিলড্রেনের সার্বজনীন দূত ক্রিস্টিয়ানো রোনালদো সারা পৃথিবীর ছিন্নমূল, অসহায় শিশুদের সমস্যা সম্পর্কে সবাইকে সচেতন করে তুলতে উন্মুখ। নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুরাও আছে তাদের মধ্যে। তবে সেভ দ্য চিলড্রেনের নেপালে জরুরি ভিত্তিতে সাহায্যের আবেদনে সাড়া দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো অনুদানের সাম্প্রতিক তথ্যটা ভুল।’
গত ২৫ এপ্রিল এবং ১২ মে প্রলয়ঙ্করী ভূমিকম্পে আট হাজারেরও বেশি মানুষ মারা গেছে নেপালে। মারাত্মক আহত হয়েছে অগুনতি মানুষ। ক্ষতিগ্রস্তদের এখনো কোনো অর্থ সাহায্য না করলেও তারকাখ্যাতি ব্যবহার করে নেপালের পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে সাহায্য করায় রোনালদোকে ধন্যবাদ জানিয়েছে ‘সেভ দ্য চিলড্রেন।’
রোনালদো অবশ্য দুস্থ মানুষের পাশে অনেকবার দাঁড়িয়েছেন। গত বছর ১০ মাস বয়সী এক শিশুর অস্ত্রোপচারের সব খরচ দিয়েছিলেন তিনি। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুনামি আক্রান্ত মানুষদেরও সাহায্য করেছিলেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।