কক্সবাজারে বিচ ক্রিকেটে মুশফিক-তামিম

পাকিস্তান সিরিজ শেষ হয়েছে কিছুদিন হলো। জুনে ভারত আসবে ঢাকায়। মাঝখানের এই সময়টায় ক্রিকেটারদের অফুরন্ত অবসর। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম সস্ত্রীক ঘুরে এসেছেন মালদ্বীপ। তামিম ইকবালও স্ত্রীকে নিয়ে মালয়েশিয়া থেকে বেড়িয়ে এসেছেন। শুক্রবার দেশে ফিরেই মোবাইল ফোন কোম্পানি রবির ক্রিকেট অ্যালার্ট কুইজের ১০ বিজয়ীকে সঙ্গে নিয়ে কক্সবাজারে বিচ ক্রিকেট খেলেতে নেমে পড়লেন মুশফিক-তামিম। এই ম্যাচে খেলেছেন রুবেল হোসেন, নাসির হোসেনও।
শনিবার কক্সবাজার সী-গাল বিচে জাতীয় দলের চার ক্রিকেটার দুই ভাগে বিভক্ত হয়ে এই ম্যাচে অংশ নেয়। তামিম-রুবেলের দল দুই উইকেটে হারিয়েছে মুশফিক-নাসিরের দলকে। রুবেল দুই উইকেট নিয়ে তাঁর দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তামিম-রুবেলের দলের করা ১৪৩ রানের জবাবে মুশফিক-নাসিরের দল অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়। বেলা ১১ থেকে বিকেল ৩টা পর্যন্ত এই ক্রিকেট উৎসবে মেতে ওঠেন জাতীয় দলের চার ক্রিকেটার।
ম্যাচটি চলাকালে রবির ডিজিটাল সার্ভিসের ভাইস প্রেসিডেন্ট বিরাঙ্গা সেনেবিরত্নে, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।