স্কটল্যান্ড-ইংল্যান্ড লড়াই গ্যালারিতেও!
খেলার উত্তেজনা তুমুল ঝগড়ার রূপ ধারণ করল ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড ম্যাচে। গতকাল বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে হারিয়েছে স্কটল্যান্ডকে। মাঠের এই লড়াই ছড়িয়ে পড়েছে গ্যালারিতেও। ম্যাচ শেষে দুই সমর্থকের মাঝে ঝগড়া হাতাহাতির পর্যায়ে চলে গেলে রক্তাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায় ইংল্যান্ডের সমর্থককে।
এ সময় মাঠের নিরাপত্তাকর্মীরা এসে তাঁদের শান্ত করে এবং তৎক্ষণাৎ পুলিশ হাজির হয় ভক্তদের তীব্র উত্তেজনাপূর্ণ অবস্থা নিয়ন্ত্রণ করতে। এই অপ্রীতিকর ঘটনা এমন দিনেই ঘটল যেদিন প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবসের জন্য উভয় দল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বলে পা ছুঁইয়েছিল।
এ ছাড়া দুটি দলই শহীদদের স্মরণ করতে ফিফার নির্দেশনা অমান্য করে কালো কাপড়ের ওপর লাল পপি ফুলের বাহু-বন্ধনী ধারণ করেছিল। এমন একটি ভাবগাম্ভীর্যপূর্ণ ম্যাচের দিনে সহিংস ঘটনা সত্যিই পীড়াদায়ক।
মাঠের লড়াইয়ে ড্যানিয়েল স্টুরিজ, অ্যাডাম লালানা ও গ্যারি কাহিলের গোলে ইংল্যান্ড পেয়েছে ৩-০ গোলের সহজ জয়। এই জয় দিয়ে ‘এফ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। চার ম্যাচ শেষে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। ৮ ও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে স্লোভেনিয়া ও স্লোভাকিয়া। চার ম্যাচ শেষে স্কটল্যান্ডের ঘরে জমা হয়েছে ৪ পয়েন্ট।