রোনালদোর জোড়া গোলে পর্তুগালের সহজ জয়
লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে গোল করতে কিছুটা কষ্টই করতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে জাতীয় দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েই চলেছেন পর্তুগিজ এই তারকা। বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ তিনটি ম্যাচেই প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার। রোববার লাটভিয়ার বিপক্ষে রোনালদো করেছেন জোড়া গোল। পর্তুগালও পেয়েছে ৪-১ গোলের সহজ জয়।
রোনালদো অবশ্য লাটভিয়ার বিপক্ষে নষ্ট করেছেন হ্যাটট্রিক করার সহজ সুযোগ। পেনাল্টি থেকে গোল করতে পারেননি রিয়াল মাদ্রিদের এই তারকা। ২৮ মিনিটের মাথায় প্রথম গোলটি রোনালদো করেছিলেন পেনাল্টি থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে, ৫৯ মিনিটে আর পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। বল মেরেছেন গোলপোস্টে। ৬৮ মিনিটে একটি গোল শোধ করে দারুণভাবে খেলায় ফিরেছিল লাটভিয়া। কিন্তু এক মিনিট পরেই আবার পর্তুগালকে এগিয়ে দিয়েছেন কারভালহো। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে পর্তুগালের জয় নিশ্চিত করে ফেলেন অধিনায়ক রোনালদো। আর শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে আরেকটি গোল করে লাটভিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেছেন ব্রুনো আলভেজ।
বড় ব্যবধানের এই জয় দিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থাকা সুইজারল্যান্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে পর্তুগাল। চার ম্যাচের চারটিতেই জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সুইজারল্যান্ড। আর ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পর্তুগাল।
রোনালদো বাছাইপর্বের চারটি ম্যাচে করেছেন সাতটি গোল। ইউরোপের বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষেই আছে রোনালদোর নাম। পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানদভস্কিও করেছেন সাতটি গোল।