আবার পাকিস্তান দলে সামি-মালিক

অনেক দিন পর পাকিস্তান দলে ফিরলেন অলরাউন্ডার শোয়েব মালিক ও পেসার মোহাম্মদ সামি। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে। মঙ্গলবার ঘোষিত এই দলে নতুন মুখ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ইমাদ ওয়াসিম ও ওপেনার নোমান আনোয়ার।
বাংলাদেশ সফরে উপেক্ষিত আনোয়ার আলী, বিলাওয়াল ভাট্টি আর হাম্মাদ আজমকে রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। বাংলাদেশ সফরে না থাকা উমর আকমলও ফিরেছেন দলে। তবে বাদ পড়েছেন সাদ নাসিম, ইমরান খান, হারিস সোহেল ও সোহেল তানভীর। নেই বোলিং অ্যাকশন শুধরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তারকা স্পিনার সাঈদ আজমলও। শোয়েব মাকসুদ ও সোহেল খানকে রাখা হয়নি চোটের কারণে।
এই দলে সামির থাকাই সবচেয়ে চমকজাগানো। ২০১২ সালের জুনের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এই ডানহাতি পেসার। তবে সম্প্রতি একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স ছিল সামির। তিন ম্যাচে ছয় উইকেট নেওয়ার পুরস্কার পেলেন দ্রুতই—জাতীয় দলে ফিরে। অন্যদিকে শোয়েব মালিক সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন গত বছরের এপ্রিলে, বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে।
পাকিস্তান-জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দুটো হবে ২২ ও ২৪ মে। এরপর ২৬, ২৯ ও ৩১ মে তিনটি ওয়ানডে খেলবে দুদল। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তানের টি-টোয়েন্টি দল : শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (সহ-অধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মুখতার আহমেদ, নোমান আনোয়ার, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, বিলাওয়াল ভাট্টি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামি।