‘ছুটি’ শেষে অনুশীলনে ক্রিকেটাররা

পাকিস্তান সিরিজ শেষে ১০ দিন ‘ছুটি’ ছিল। আগামী মাসে ভারতের বিপক্ষে লড়াই। এই সিরিজকে সামনে রেখে বুধবার থেকে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়া প্রাথমিক ক্যাম্পের প্রথম দিনে ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে সাকিব-মাশরাফি-মুশফিকদের।
প্রাথমিক দলে ডাক পাওয়া ২৩ ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা তদারকি করেন বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। এই পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে আইপিএল খেলে ফেরা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘বৃহস্পতিবারও ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা হবে। প্রাথমিক ক্যাম্প শেষ হবে শুক্রবার। ২ জুন থেকে শুরু হবে মূল ক্যাম্প। মাঝখানের সময়ে ক্রিকেটাররা বিসিএল লঙ্গার ভার্সন ক্রিকেটে খেলবেন।’
পাকিস্তান সিরিজের পর থেকে ছুটিতে আছেন বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তিনি ফেরার পর ২ জুন থেকে মূল ক্যাম্প শুরু হওয়ার কথা।
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশে আসবে ভারত। ফতুল্লায় একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।