ক্রিকেট দলের সঙ্গে ‘টপ অব মাইন্ড’

পাকিস্তানের বিপক্ষে সিরিজেও স্পন্সর ছিল তারা। এবার দীর্ঘ মেয়াদে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হলো ‘টপ অব মাইন্ড’। ৪১ কোটি ৪১ লাখ টাকায় দুই বছরের জন্য স্পন্সর স্বত্ব পেয়েছে বিজ্ঞাপন সংস্থাটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে শর্ত অনুযায়ী, আগামী দুই বছর জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, বাংলাদেশ ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলের স্পন্সর হবে ‘টপ অব মাইন্ড’।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘স্পন্সরশিপের নিলাম তিনটি পর্বে হয়েছে। প্রথম দুই পর্বে গ্রামীণফোন এগিয়ে থাকলেও শেষ পর্বে এসে টপ অব মাইন্ড পেয়েছে এই দায়িত্ব। দুই বছরের জন্য ৪১ কোটি ৪১ লাখ টাকায় তারা দায়িত্বটা পেয়েছে।’
২০১২ সালের জুনে ভারতীয় প্রতিষ্ঠান সাহারার সঙ্গে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিল বিসিবি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার ১৫ মাস আগে সাহারার সঙ্গে চুক্তি বাতিল করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্পন্সর স্বত্বও পেয়েছিল ‘টপ অব মাইন্ড’। আর সাহারার আগে দীর্ঘ আট বছর বাংলাদেশ দলের স্পন্সর ছিল গ্রামীণফোন।