চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার নতুন রেকর্ড
পোল্যান্ডের ক্লাব লেজিয়া ওয়ারশকে পেলেই যেন গোল করার নেশায় পেয়ে বসে বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ওয়ারশর জালে ছয়টি গোল দিয়েছিল বরুশিয়া। এবার দ্বিতীয় লেগের ম্যাচে ওয়ারশর জালে আটবার বল জড়িয়েছে জার্মানির অন্যতম সেরা এই ক্লাব। নিজেরাও হজম করেছে চারটি গোল।
সব মিলিয়ে ম্যাচটিতে দেখা গেছে মোট ১২টি গোল। যেটা চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে সবচেয়ে বেশি গোলের নতুন রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল ফরাসি ক্লাব মোনাকো ও স্প্যানিশ ক্লাব দেপোর্তিভো লা করুনার দখলে। ২০০৩ সালের সেই ম্যাচে দেপোর্তিভোকে ৮-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল মোনাকো।
পেশির ইনজুরির কারণে প্রায় ছয় মাস মাঠের বাইরে ছিলেন মার্কো রেউস। কিন্তু ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই বাজিমাত করেছেন জার্মানির এই উইঙ্গার। ওয়ারশর বিপক্ষে তিনিই নেতৃত্ব দিয়েছেন দলের গোল উৎসবের। করেছেন দারুণ এক হ্যাটট্রিক। ম্যাচের একেবারে শেষমুহূর্তে একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেছেন রেউস। আর এই গোলটির ফলেই দেখা গেছে চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার নতুন রেকর্ড।
ডর্টমুন্ডের পক্ষে ১৭ ও ১৮ মিনিটে পরপর দুটি দারুণ গোল করেছেন জাপানি মিডফিল্ডার শিনজি কাগাওয়া। নুরি শাহিন, ওসমান ডেমবেলে এবং ফেলিক্স পাসল্যাক করেছেন একটি করে গোল। অন্যদিকে ওয়ারশ এর পক্ষে লাগাতার আক্রমণ চালিয়ে আলেকজান্দার প্রিজোভিক দুটি অসাধারণ গোল করেছেন। ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি তিনিই করেছিলেন। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন মিকাল কুচারচেক ও নেমাঞ্জা নিকলিক্স।
রেকর্ডগড়া এই জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডও নিশ্চিত করে ফেলেছে বরুশিয়া ডর্টমুন্ড। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারাই আছে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থানে। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।