মেসি নৈপুণ্যে নকআউট পর্বে বার্সেলোনা
ঘরের মাঠে প্রথম লেগে সেল্টিকের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। সে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন দলটির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। দ্বিতীয় লেগেও মেসি সাফল্য পেয়েছেন, কিন্তু লা লিগা চ্যাম্পিয়নরা খুব বড় ব্যবধানে জিততে পারেনি। স্কটল্যান্ডের দলটির বিপক্ষে তারা জিতেছে ২-০ গোলে।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের পঞ্চম রাউন্ডের ম্যাচটিতে বার্সেলোনার সহজ জয়ে জোড়া গোল করেন মেসি। এই জয়ে নকআউট পর্বের টিকেট নিশ্চিত হয়ে গেছে কাতালান ক্লাবটির।
গ্লাসগোর সেল্টিক পার্কে এই ম্যাচে বার্সেলোনাকে সাফল্য পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ২৪ মিনিট পর্যন্ত। বাঁ প্রান্ত থেকে নেইমারের চমৎকার একটি ক্রসে ডি-বক্সের মধ্যে বল পেয়ে মেসি প্রতিপক্ষের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন। বলটি পোস্ট ঘেঁষে জলে জড়ায়।
ম্যাচের ৫৫ মিনিটে সেই মেসিই দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষ ডিফেন্ডার এমিলিও আর্তুরো নিজেদের সীমনায় বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে এই আর্জেন্টাইন তারকা গোল করতে মোটেও ভুল করেননি।
৬৭ মিনিটে হ্যাটট্রিক পূরণের দারুণ সুযোগ হাতছাড়া করেন মেসি। বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ঢুকে দারুণ শট পোস্ট ঘেঁষে বল চলে যায় বাইরে।
এই ম্যাচে হ্যাটট্রিক করতে না পারলেও এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মেসিই। এটি তাঁর নবম গোল। চ্যাম্পিয়নস লিগে এখন তাঁর মোট গোল ৯২টি। আর জাতীয় দল ও ক্লাবের হয়ে এ মৌসুমে তাঁর গোল ১৮ ম্যাচে ২০টি।