শনিবার থেকে ঢাকায় আন্তর্জাতিক ভলিবল
আগামী শনিবার থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্ট। ছয় দিনব্যাপী এই প্রতিযোগিতার আটটি দল স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তুর্কমেনিস্তান।
টুর্নামেন্টটি অলিম্পিকের মধ্য এশীয় অঞ্চলের বাছাইপর্ব। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৩১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত ইরানে অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় পর্বে খেলা। বাংলাদেশ দলের কোচ ইমদাদুল হকের আশাবাদ, ‘তুর্কমেনিস্তান বাদে অন্য দলগুলো প্রায় সমশক্তির। অন্যদের চেয়ে তুর্কমেনিস্তান এগিয়ে আছে। তাই তুর্কমেনিস্তানকে হারাতে পারলে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জোরালো সম্ভাবনা। আশা করি আমরাই এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবো।’
টুর্নামেন্টে অংশ নিতে এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে আফগানিস্তান, তুর্কমেনিস্তান ও কিরগিজস্তান।