তৃতীয় দিনেও কিউই আধিপত্য
লর্ডস টেস্টে তৃতীয় দিনেও চলছে কিউই আধিপত্য। প্রথম ইনিংসে ১৩৪ রানে পিছিয়ে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও দুটি উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ২ উইকেটে ৭৪ রান সংগ্রহ করে শেষ করেছে তৃতীয় দিন। এখনো নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে আছে ৬০ রানে।
২ উইকেটে ৩০৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম শতক; মইন আলীর শিকারে পরিণত হওয়ার আগে করেছেন ১৩২ রান। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান রস টেলরের ব্যাট থেকে এসেছে ৬২ রান। অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম স্বভাবসুলভ ভঙ্গিতে শুরু করেছিলেন ঝড়ো ব্যাটিং। কিন্তু খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ফিরে গেছেন ৩৮ বলে ৪২ রান করে।
শেষ পর্যায়ে বিজে ওয়াল্টিংয়ের ৬১ রানের হার না মানা ইনিংসটির সুবাদে স্কোরবোর্ডে ৫২৩ রান জমা করে নিউজিল্যান্ড।
১৩৪ রানের ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শুরুতেই ধাক্কা খেলেছে ইংল্যান্ড। তৃতীয় ওভারেই অ্যাডাম লিথের উইকেট তুলে নিয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। চার ওভার পরে গ্যারি ব্যালান্স রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন টিম সাউদির বলে বোল্ড হয়ে। তৃতীয় দিনের বাকিটা সময় অবশ্য নির্বিঘ্নে পার করতে পেরেছেন অ্যালিস্টার কুক ও ইয়ান বেল। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছেন ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি।