আবার ব্যর্থ আর্সেনাল-লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের পর আবার থমকে গেছে আর্সেনাল ও লিভারপুল। শনিবার এভারটনের মাঠ থেকে গোলশূন্য ড্র নিয়ে ফিরেছে লিভারপুল। আর্সেনালের অবস্থা আরো করুণ। টটেনহ্যাম হটস্পারের মাঠে ২-১ গোলে হেরে গেছে ‘গানার’রা।
টটেনহ্যামকে হারাতে পারলে লিগের চতুর্থ স্থানে উঠে যেতে পারত আর্সেনাল। কিন্তু নিজেরাই হেরে যাওয়ায় ষষ্ঠ স্থানে নেমে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল। ২৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। আর্সেনাল-টটেনহ্যামের সমান ২৪ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে লিভারপুল। শীর্ষে থাকা চেলসির ৫৬ ও দ্বিতীয় ম্যানচেস্টার সিটির ৪৯ পয়েন্ট।
হোয়াইট হার্ট লেনে শুরুতে পিছিয়ে পড়া টটেনহ্যামের জয়ের নায়ক হ্যারি কেইন। ম্যাচের একাদশ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন মেসুত ওজিল। ১-০ গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করা আর্সেনাল বিরতির পর উজ্জীবিত টটেনহ্যামকে জয়বঞ্চিত করতে পারেনি। ৫৬ মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন কেইন। ৮৬ মিনিটে স্বাগতিকদের জয়সূচক গোলদাতাও এই ফরোয়ার্ড।
এভারটনের মাঠ গুডিসন পার্কে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি লিভারপুল। বারবার প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়ালেও কাঙ্ক্ষিত লক্ষ্য খুঁজে পাননি অতিথি দলের ফরোয়ার্ডরা। তাই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ‘অল রেড’দের।
ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সকে শেষ মুহূর্তের গোলে ১-০-তে হারিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে সাউথহ্যাম্পটন। ২৪ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৫ পয়েন্ট। তবে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড (২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট) ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারালে আবার চতুর্থ স্থানে নেমে যেতে হবে সাউথহ্যাম্পটনকে।