জয়রথ চলছে কলসিন্দুরের মেয়েদের
কলসিন্দুর স্কুলের মেয়েদের জয়রথ চলছেই। টানা দ্বিতীয়বারের মতো জেএফএ অনূর্ধ্ব ১৪ উইমেন্স ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে নিয়েছে ওই স্কুলের মেয়েরা। দলটির পোশাকি নাম ছিল ময়মনসিংহ জেলা দল। আসলে দলের সবাই কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
জেএফএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রংপুরকে ৬-০ গোলে হারিয়েছে ময়মনসিংহ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচে কলসিন্দুরের মেয়েদের দল ‘ময়মনসিংহ’। দলের অধিনায়ক সাজেদা একাই করেছেন চার গোল।
খেলার ছয় মিনিটে দলের প্রথম গোলটি করেন সাজেদা। খেলার ৪২, ৩১ ও ৬৪ মিনিটে অন্য তিন গোল করেন তিনি। রুজিনা ও শামসুন্নাহার অন্য দুই গোল করেন।
দলের সাফল্যে উচ্ছ্বসিত সাজেদা বলেন, ‘সাফল্য এনে দিতে দলের প্রত্যেক খেলোয়াড় নিজেদের উজাড় করে দিয়েছে। অন্যদের চেয়ে যা আমাদের এগিয়ে রেখেছে। তা ছাড়া আমরা নিয়মিত অনুশীলন করেছি বলেই খেলোয়াড়দের ফিটনেসটাও ভালো ছিল।’
এই দলেরই কয়েকজন খেলোয়াড় কিছুদিন আগে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের আঞ্চলিক পর্বে খেলে এসেছিল। যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
গত বছর শুরু হয়েছিল এই টুর্নামেন্টে। ময়মনসিংহ এই নিয়ে টানা দ্বিতীয় শিরোপা জিতে নিল।