১৩ মিনিটেই হ্যাটট্রিক!
ফুটবল মাঠে হ্যাটট্রিক হরহামেশাই ঘটে। কিন্তু মাত্র ১৩ মিনিটের মধ্যে তিনটি গোল! সবকটিই আবার হেড থেকে! খুব বেশি দেখা যায় না এমন চিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগে তো হেডের হ্যাটট্রিক দেখা গেল এ নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো। সোয়ানসি সিটির বিপক্ষে মাত্র ১৩ মিনিটের মধ্যেই এই হ্যাটট্রিক করে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন ওয়েস্ট ব্রমের সালোমন রনডন।
ইংলিশ প্রিমিয়ার লিগে হেড থেকে হ্যাটট্রিক করার ঘটনা এর আগে দেখা গিয়েছিল মাত্র একবারই। ১৯৯৭ সালে এমনটি করেছিলেন এভারটনের স্ট্রাইকার ডানকান ফার্গুসন। বুধবার তাঁর পাশে বসে গেছেন রনডন।
নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে প্রথমার্ধটা গোলশূন্যভাবেই কাটিয়েছিল ওয়েস্ট ব্রম। কিন্তু দ্বিতীয়ার্ধে তারা ঘুরে দাঁড়ায় দারুণভাবে। ৫০ মিনিটের মাথায় রনডন করেন প্রথম গোলটি। এরপর ৬১ ও ৬৩ মিনিটে প্রতিপক্ষের জালে আরো দুবার বল জড়িয়েছেন ভেনেজুয়েলার এই স্ট্রাইকার; সবকটিই হেড করে। ওয়েস্ট ব্রমের জয়টাও নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। ৭৮ মিনিটে একটি গোল শোধ করতে পেরেছেন সোয়ানসির উইঙ্গার ওয়েন রুটলেজ।
প্রিমিয়ার লিগের নিচের সারির দল হিসেবে পরিচিত ওয়েস্ট ব্রম এবারের মৌসুমে দেখাচ্ছে দারুণ নৈপুণ্য। ১৬ ম্যাচ শেষে ২৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে। অন্যদিকে সোয়ানসি সিটি আছে ১৮ নম্বরে। ১৬ ম্যাচে তারা সংগ্রহ করতে পেরেছে মাত্র ১২ পয়েন্ট।