মালয়েশিয়ায় মক কাপে প্লেট চ্যাম্পিয়ন বাংলাদেশ
আগেরদিনই ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটির একাডেমি দলকে হারিয়েছে তারা। এই জয়ে মালয়েশিয়ায় সুপার মক কাপ ফুটবল টুর্নামেন্টের প্লেট পর্বের ফাইনালে উঠে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ফুটবল দল। ফাইনালে উঠে হতাশ করেনি বাংলাদেশের খুদে ফুটবলাররা, প্লেট পর্বের শিরোপাও জিতে নিয়েছে তারা।
আজ রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছে জাপানের দল শোনান বেলমারেকে।
এদিনও বাংলাদেশের জয়ের নায়ক ফাহিম মোরশেদ। দলের জয়ে একমাত্র গোলটি এসেছে তার পা থেকেই, ম্যাচের ৩২ মিনিটে। এ নিয়ে আসরে মোট তিন গোল হয়েছে তার। এর আগে সেমিফাইনালেও দুটি গোলই তার পা থেকে আসে।