ফ্রেঞ্চ ওপেনে অঘটন, প্রথম রাউন্ডেই বাদ দুই নম্বর তারকা
ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডেই অঘটন দেখল টেনিস ভক্তরা। কোয়ালিফায়ার পেরিয়ে আসা চিয়াগো সেইবোচ উইল্দের বিপক্ষে পারলেন না টেনিস র্যাঙ্কিংয়ের দুই নম্বর দানিল মেদভেদেভ। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে দানিল মেদভেদেভকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন ব্রাজিলিয়ান প্রতিনিধি চিয়াগো।
রোলাঁ গাঁরোয় গতকাল মঙ্গলবার ৪ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে মেদভেদেভকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান ব্রাজিলের চিয়াগো। প্রতিযোগিতায় প্রথম সেটে হেরেও দারুণভাবে ঘুরে দাঁড়ান মেদভেদেভ। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত টিকে থাকতে। লড়াই জমিয়েও শেষ পর্যন্ত ফ্রেঞ্চ ওপেন থেকে বিদায় নিতে হলো টেনিস র্যাঙ্কিংয়ের দুই নম্বর তারকাকে।
মেদভেদেভকে হারানোর উচ্ছ্বাস নিয়ে চিয়াগো বলেছেন, ‘আমি জুনিয়র পর্যায়ে থাকার সময় থেকে দানিলের খেলা দেখেছি। এই কোর্টে তাকে হারিয়ে স্বপ্ন সত্যি হয়েছে।’
মেদভেদেভ হারলেও ক্যাসপার রুড-আলেকজান্ডার জেরেভরা উঠেছেন দ্বিতীয় রাউন্ডে। স্ট্রেট সেটে জিতেছেন বিশ্বের চতুর্থ বাছাই ক্যাসপার রুড। এলিয়াস ইয়েমারকে তিনি হারিয়েছেন ৬-৪, ৬-৩, ৬-২ ব্যবধানে। লয়েড হ্যারিসকে স্ট্রেট সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আলেকজান্ডার জেরেভ। লয়েড হ্যারিসকে ৭-৬, ৭-৬, ৬-১ ব্যবধানে হারান তিনি।