ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে সিওনতেক
শিরোপা ধরে রাখার মিশনে ফ্রেঞ্চ ওপেনের কোর্টে নেমেছেন গেলবারের রানি ইগা সিওনতেক। নিজের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে যাচ্ছেন সিওনতেক। পোল্যান্ডের এই টেনিস তারকা এবার নিশ্চিত করেছেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল।
রোলাঁ গারোয় প্রি-কোয়ার্টারে ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কোর বিরুদ্ধে সহজেই জিতলেন সিওনতেক। সুরেঙ্কো পুরো ম্যাচ না খেলেই ওয়াকওভার দিয়ে দেন। তাতেই নিশ্চিত হয়ে যায় সিওনতেকের কোয়ার্টার ফাইনাল।
গতকাল সোমবার ম্যাচের প্রথম সেটে ইউক্রেনের প্রতিনিধির বিরুদ্ধে ৫-১ ব্যবধানে জেতেন গেলবারের চ্যাম্পিয়ন সিওনতেক। কিন্তু এরপর অসুস্থ বোধ করেন সুরেঙ্কা। কোর্টে চিকিৎসক বারবার খেয়ালও রাখছিলেন তাঁর। কিন্তু অস্বস্তি নিয়ে বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারলেন না সুরেঙ্কা।
অন্য দিকে দিনের আরেক ম্যাচে জিতেছেন কোকো গফ। তাঁর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলবেন সিওনতেক। গত বার এই দুই টেনিস তারকাই মুখোমুখি হয়েছিলেন ফরাসি ওপেনের ফাইনালে। এ বার কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে গেল তাঁদের।