সিরিজ হার বাঁচাতে কাল মাঠে নামবে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা হয়েছে হার দিয়ে। উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামিয়ে এনেছে আফগানরা। বৃষ্টি আইনে ১৭ রানের হার যতটা পোড়াচ্ছে বাংলাদেশকে, তারচেয়ে বেশি পুড়িয়েছিল তামিম ইকবালের হঠাৎ নেওয়া অবসর। গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। ম্যাচ শুরুর আগে অবশ্য পাওয়া গেছে তামিমের ফেরার সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙেছেন তামিম। তবে, চলতি সিরিজের বাকি সময় পাওয়া যাবে না তাকে।
এর ডামাডোলেই আগামীকাল শনিবার (৮ জুলাই) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
প্রথম ম্যাচে শুরুতে বেশ অগোছালো বাংলাদেশ মাঝে সামলে নেয় নিজেদের। কিন্তু, শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতা আর বৃষ্টির গ্যাঁড়াকলে পড়ে ম্যাচ হারতে হয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। দ্বিতীয় ম্যাচে কোনো ভুলের জায়গা নেই বাংলাদেশের।
আজ শুক্রবার (৮ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস বলেন, ‘আমরা আফগানিস্তানের চেয়ে এক ম্যাচ পিছিয়ে আছি। দলের সবার মনোযোগ এখন ম্যাচের দিকে। গত ম্যাচে আমাদের অনেক ভুল ছিল। আগামীকাল নতুন দিন, নতুন চ্যালেঞ্জ।’
সেই চ্যালেঞ্জের আগে সংবাদ সম্মেলনে লিটনকে মুখোমুখি হতে হয়েছে তামিম সংক্রান্ত প্রশ্নের। লিটন সহজভাবেই জবাব দিয়েছেন, ‘তামিম ভাই বলেছেন, সবার আগে দল। আমরাও সেদিকে মনোযোগ দিচ্ছি।’
ওয়ানডেতে বাংলাদেশ এখন সমীহ জাগানিয়া দল। বাংলাদেশের মাটিতে ছন্দে থাকা বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে আফগানরা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই কথাই জানালেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। শহীদি জানান, ‘বাংলাদেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে খেলাটা খুব সহজ নয়। আমরা প্রথম ম্যাচ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাসী। আমরা সামনের দিকে তাকাচ্ছি এবং সিরিজ জয়ের চেষ্টা করব।’
কালকের ম্যাচ বাংলাদেশের জন্য সিরিজে টিকে থাকার লড়াই। অন্যদিকে, আফগানদের সামনে সহজ সমীকরণ। জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে তাদের।
বাংলাদেশের স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, রনি তালুকদার ও নাঈম শেখ।