কিপিংয়ে ফের আলোচনায় মুশফিক
ব্যাটিং কিংবা কিপিং—মুশফিকুর রহিম অনন্য। তবে, মাঝেমধ্যেই আলোচনা-সমালোচনায়ও পড়েছেন তিনি। এই তো চার বছর আগের কথা। ২০১৯। ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে কিপিংয়ে ছিলেন মুশফিক। ওই ম্যাচ হেরে তোপের মুখে পড়েছিলেন তিনি। আজ আফগানিস্তানের বিপক্ষে কিপিং নিয়ে ফের আলোচনায় মুশফিক।
আজ শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাঁচানোর মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুশফিকের এমন সুযোগ হাতছাড়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ভক্ত-সমর্থকরা।
সামাজিক যোগাযেগামাধ্যমে এরই মধ্যেই মুশফিকের এমন কিপিংয়ের ছবি ভাইরাল হয়েছে। ঘটনার সূত্রপাত, আফগানিস্তানের ইনিংসের ৩৬তম ওভারে। বোলিংয়ে ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিজে থাকা রহমত শাহ, সাকিবের বলে হালকা ঠেলে দিয়েই দ্রুততার সঙ্গে এক রান নেওয়ার চেষ্টা করেন। যদিও ফিল্ডার তাওহিদ হৃদয়ের তৎপরতায় তিনি রান নিতে পারেননি। তবে তৈরি হয়েছিল রান আউটের সুযোগ। যদিও মুশফিককে সুযোগ হাতছাড়া করেন।
মিডউইকেট থেকে দ্রুততার সঙ্গে বল নিয়ন্ত্রণে নিয়ে মুশফিকের উদ্দেশ্যে থ্রো করেন হৃদয়। সেই বল গ্লাভসে তালুবন্দি করতে একেবারে স্ট্যাম্পের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন মুশফিক। কখন যে তার পিঠ স্ট্যাম্পের সঙ্গে লেগে যায়, মুশফিক তা খেয়ালই করেনি। পরবর্তীতে হাত দিয়ে স্ট্যাম্প ভাঙলেও তাতে কোনো লাভ হয়নি।
অবশ্য, মুশফিকের এমন ভুল এই প্রথম নয়; এর আগেও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একই ভুল করেছিলেন মুশফিক। ম্যাচ হেরে যার খেসারত দিতে হয়েছিল বাংলাদেশকে।