চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ভারত, ভালো করতে চায় বাংলাদেশ
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতের নারী ক্রিকেট দল। শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে ভারত। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। অভিজ্ঞতা ও শক্তিমত্তায় এগিয়ে থাকলেও ভারত সমীহ করছে স্বাগতিক বাংলাদেশকে। তিনি বলেছেন, বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক জ্যোতি ভালো করার ইচ্ছে পোষণ করেন।
আগামীকাল রোববার (৯ জুলাই) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে আজ (৮ জুলাই) মিরপুরে ট্রফি উন্মোচন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। এ সময় তিনি তার দলের প্রস্তুতি নিয়ে দৃঢ়তা প্রকাশ করেন।
বাংলাদেশ প্রসঙ্গে হারমানপ্রীত বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালোমানের ক্রিকেট খেলে। এটা আমাদেরকে চ্যালেঞ্জে ফেলতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা দুই-তিন দিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। আমরা ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি। আশা করছি, পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারব।’
অন্যদিকে, বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘প্রথমত দেখেন, অনেকদিন পর আমাদের এখানে খেলা, আমাদের রোমাঞ্চ কাজ করছে। এর চেয়ে বেশি কাজ করছে, আমাদের ভালো করার ইচ্ছে। কারণ আমরা জানি যতই ভালো ক্রিকেট খেলি, যদি জিততে না পারি সেক্ষেত্রে সেই ভালোটার মর্ম থাকে না।’ ‘এই মোমেন্টামটা পিক করার জন্য অপেক্ষা করে আছি। দল হিসেবে ধারাবাহিকভাবে ভালো খেলতে খেলতে শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ জিতছি না। হয়তো দেখা যাচ্ছে, একটা ম্যাচ জিততেছি। আমরা চাচ্ছি ধারবাহিকভাবে ভালো খেলার। এতে জেতার হারটা বেড়ে যায়। বিশ্ব ক্রিকেট যেভাবে উন্নতি করছে, আমাদের জয়ের হারটা আরও বাড়াতে হবে। পুরো দলেরও এটাই ইচ্ছা।’
১১ বছর পর বাংলাদেশের মেয়েরা মিরপুরের হোম অব ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ সফরে বহুবার এলেও এই মাঠে এই প্রথম খেলবে ভারত। মিরপুর শেরেবাংলায় খেলা শুরু দুপুর ২টায়।