সাকিব-মুশফিকদের সঙ্গে খেলার অভিজ্ঞতা জানালেন শরিফুল
এক বলে চার রান। অপরাজিত সেই চার রানে বাংলাদেশ যেন বাঁচল হাঁফ ছেড়ে। বাংলাদেশ-আফগানিস্তান দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে গতকাল শুক্রবার (১৪ জুলাই) শরিফুল ইসলামের চারেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। পরিস্থিতি বিবেচনায় যে চার তাকে বানিয়েছে ম্যাচের নায়ক।
কাজ তার বল হাতে। পেসার শরিফুল সাড়ে সাত ইকোনমিতে বল হাতে ৩০ রানে এক উইকেট পেয়েছেন কাল। টি-টোয়েন্টির বিচারে যা খারাপ নয়। সামনের দিনগুলোতে বাংলাদেশের পেস আক্রমণ ঘিরে যেসব পরিকল্পনা আছে দলের, শরিফুল তার অন্যতম অংশ।
অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা এই পেসার এখন খেলছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদদের সঙ্গে। স্বপ্নের তারকাদের সঙ্গে খেলতে পারাটাকে গর্ব বলে মনে করেন তিনি।
আজ শনিবার (১৫ জুলাই) ভাগাভাগি করে নিলেন নিজের সেই অভিজ্ঞতা। সাকিব-মুশফিক-তাসকিনদের পাশে পাওয়ার অভিজ্ঞতা নিয়ে শরিফুল বলেন, ‘খুব ভালো লাগে যখন সাকিব ভাই, মুশফিক ভাই, তাসকিন ভাইদের মতো খেলোয়াড়দের সঙ্গে আমরা খেলি। বিশেষ করে আমরা যারা অনুর্ধ-১৯ থেকে উঠে এসেছি, প্রথম যখন জাতীয় দলে সুযোগ পাই, তখন খুব গর্ব হতো।’
জাতীয় দলে বেশ অনেকটা সময় কাটিয়েছেন শরিফুল। গত ম্যাচের জয়ের নায়ক সিনিয়রদের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে বলেন, ‘এখন আমরা উনাদের সাথে প্রায় বন্ধুর মতোই কথা বলি। তারা এমনভাবে কাছে টেনে নিয়েছেন, সবকিছু সহজ মনে হয়। সবার সাথে মেলামেশা করাতে মাঠে পারফরম্যান্স করাটা সহজ হয়ে গেছে।’