ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের নারীরা
ভারত নারী ক্রিকেট দলের বিপক্ষে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে শেষ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলার মেয়েরা। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়াতে সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য।
সেটি মাথায় রেখে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ রোববার (১৬ জুলাই) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ৪০ রানে হারিয়েছে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথমবার জয়ের হাসি হেসেছে বাংলাদেশের নারীরা।
বৃষ্টির বাধায় ম্যাচ নেমে আসে ৪৪ ওভারে। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৩ ওভারে ১৫২ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩৫.৫ ওভারে ১১৩ রানে গুটিয়ে যায় ভারত।
শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। ১৪ রানেই প্রথম দুই উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ফারজানা হক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৪৯ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামলান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন জ্যোতি, দ্বিতীয় সর্বোচ্চ ২৭ আসে ফারজানার ব্যাট থেকে। অন্যদের ব্যর্থতায় বাংলাদেশ বেশিদূর এগোতে পারেনি। থেমে যায় ১৫২ রানেই। হঠাৎ অসুস্থ হওয়ায় ব্যাট হাতে নামতে পারেননি স্বর্ণা আক্তার
ভারতের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন আমানজত কউর। দুই উইকেট পান দেবিকা বৈদ্য।
জবাবে শুরুটা ভালো করেনি ভারতও। ৩০ রানে দুই ভারতীয় ওপেনার প্রিয়া পুনিয়া ও স্মৃতি মান্দানাকে ফেরান পেসার মারুফা আক্তার। ভারত অধিনায়ক হারমানপ্রীত কউরও ফিরে যান পাঁচ রান করে। মারুফা-রাবেয়া খাতুনদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের মেয়েরা। টপঅর্ডারের ব্যর্থতায় ম্যাচটাকে আর টানতে পারেনি বাকিরা। অসহায় আত্মসমর্থন করে ভারত। অলআউট হয় ১১৩ রানে।
বাংলাদেশের পক্ষে চার উইকেট শিকার করেন মারুফা। তিন উইকেট নেন রাবেয়া খান।
সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ ৪৩ ওভারে ১৫২/৯ ( মুর্শিদা ১৩, শারমিন ০, ফারজানা ২৭, জ্যোতি ৩৯, রিতু ৮, রাবেয়া ১০, নাহিদা ২, ফাহিমা ১২*, সুলতানা ১৬, মারুফা ৬; পূজা ৯-০-৩৭-০, দীপ্তি ৯-৩-২৬-১, আমানজত ৯-২-৩১-৪, স্নেহ ৮-৩-১১-০, আনুশা ১-০-১১-০, দেবিকা ৭-০-৩৬-২)
ভারত ৩৫.৫ ওভারে ১১৩/১০ (প্রিয়া ১০, স্মৃতি ১১, স্বস্তিকা ১৫, হারমানপ্রীত ৫, জেমিমাহ ১০, দীপ্তি ২০, আমানজত ১৫, স্নেহ ০, দেবিকা ১০*, পূজা ৭, আনুশা ২; মারুফা ৭-০-২৯-৪, নাহিদা ৭-০-১৬-১, সুলতানা ৮-১-২০-১, রিতু ১-০-৪-০, রাবেয়া ৭.৫-০-৩০-৩, ফাহিমা ৫-১-১৪-০)
ফল : বৃষ্টি আইনে বাংলাদেশ ৪০ রানে জয়ী।