এক বছর পর টেস্টে জয়ের দেখা পেল পাকিস্তান
টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় ৩ উইকেট হারিয়ে বেশ বিপদেই ছিল পাকিস্তান। মনে হয়েছিল, ম্যাচের ভাগ্য গড়াতে পারে শ্রীলঙ্কার পক্ষেই। কিন্তু আজ বৃহস্পতিবার (২০ জুলাই) শেষ দিন পাল্টে গেল পাশার দান। ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করিয়ে নিল পাকিস্তান। সেই সঙ্গে সাদা পোশাকে এক বছরের জয়ের খরাও কাটাল বাবর আজমের দল।
টেস্টের পঞ্চম দিনে গল টেস্টে ৪ উইকেটের জয় পেল পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেল অতিথিরা। সিরিজের পরের ম্যাচ সোমবার থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে।
সেই সঙ্গে প্রথম সফরকারী দল হিসেবে শ্রীলঙ্কায় ১০টি টেস্ট জিতল পাকিস্তান। ছাড়িয়ে গেল তারা ৯ জয় পাওয়া ইংল্যান্ড ও ভারতকে।
সর্বশেষ গলেই শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিল পাকিস্তান। সে টেস্টও শুরু হয়েছিল গত বছর ১৬ জুলাই। এরপর টানা চারটি টেস্ট হারে তারা। আর পরের দুটি হয়েছিল ড্র। ঠিক এক বছর পর এসে আবার জয়ে ফিরল বাবর আজমের দল।
গত দিন ১৩৩ রান তাড়া করতে নেমে দ্রুত উইকেট হারায় পাকিস্তান। দলীয় ৩৮ রানে ৩ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সেখান থেকে দলকে উদ্ধার করেন ইমাম ও বাবর।
২৪ রানে বাবর ফিরলে ভাঙে এই জুটি। এরপর আরও আশা জাগে শ্রীলঙ্কার। কিন্তু সেটা বৃথা করে দিল ইমাম ও সাউদ শাকিলের জুটি। শেষ পর্যন্ত ঈমাম উপহার দেন ৫০ রানের ইনিংস। শাকিল করেন ৩৮ রান। ]
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩১২ রান করে শ্রীলঙ্কা। বিপরীতে প্রথম ইনিংসে পাকিস্তান করে ৪৬১ রান। এরপর দ্বিতীয় ইনিংসে নেমে ২৭৯ রান করে ১৩৩ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। যা তাড়া করতে নেমে ৩২.৫ ওভারে ১৩৩ রান করে জয় তুলে নেয় সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩১২
পাকিস্তান ১ম ইনিংস: ৪৬১
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৭৯
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ১৩১, আগের দিন ৪৮/৩) ৩২.৫ ওভারে ১৩৩/৬ (শফিক ৮, ইমাম ৫০*, মাসুদ ৭, নুমান ০, বাবর ২৪, শাকিল ৩০, সরফরাজ ১, সালমান ৬*; বিশ্ব ২-১-৬-০, রমেশ মেন্ডিস ১৪-১-৬২-১, জয়াসুরিয়া ১৪.৫-০-৫৬-৪, ধনাঞ্জয়া ২-১-২-০)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে পাকিস্তান ১-০তে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: সাউদ শাকিল।