ওয়ালশের চোখে শচীন-কোহলির মধ্যে কে সেরা?
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টের মাধ্যমে ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়লেন বিরাট কোহলি। এমন স্মরণীয় ম্যাচটা দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রাঙালেন এই ডানহাতি ব্যাটার। ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার পথে ৭৬তম সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন কোহলি। এটি টেস্টে কোহলির ২৯তম শতক।
শনিবার (২২ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক ক্যারিবীয় কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ কোহলি-শচীনের মধ্যে কে সেরা? সেই বিষয়ে নিজের ভাবনা জানিয়েছেন।
ওয়ালশের মতে, ‘ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবে আমি কোহলিকে রাখতে চাই। আবার আমি কিছু দিক দিয়ে তাকে পিছিয়ে রাখব। আমি যাদের সাথে খেলেছি, তাদের মধ্যেই টেন্ডুলকারই সেরা। তবে আমি ব্রায়ান লারা, ভিভ রিচার্ডসকেও এই তালিকায় রাখব। বিরাটকে দেখলে আমার তাদের কথা মনে পড়ে। তাদের যেমন আউট করা কঠিন ছিল। তেমনি কোহলিকে আউট করাও সহজ নয়।’
দেশের বাইরে প্রায় পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি। দ্বিতীয় টেস্টে খেলেছেন ১২১ রানের অনবদ্য এক ইনিংস। দীর্ঘদিন অফফর্মে থাকলেও সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছেন এই ব্যাটার। বিশ্বকাপের ঠিক আগে কোহলির এমন ফর্ম আশাবাদী করছে ভারতকে।