বার্সাকে হেসেখেলে হারাল আর্সেনাল
ক্লাব ফুটবলে চলছে প্রাক-মৌসুম প্রস্তুতি। ইউরোপের বড় দলগুলো নিজেদের ঝালাই করে নিতে খেলছে প্রীতি ম্যাচ। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও ইংলিশ ক্লাব আর্সেনাল মুখোমুখি হয় একে অপরের। লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ৮ গোলের ম্যাচে বার্সাকে সহজেই ৫-৩ ব্যবধানে হারায় আর্সেনাল।
ম্যাচে গোলের শুরুটা করেছে বার্সেলোনা। সপ্তম মিনিটে রবার্ট লেভান্দোভস্কির গোলে এগিয়ে যায় কাতালানরা। ১৩ মিনিটে বুকায়ো সাকা সমতায় ফেরান আর্সেনালকে। ম্যাচে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় বার্সা। ৩৪ মিনিটে রাফিনহার গোলে ব্যবধান ২-১ করে তারা।
এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি কাতালানরা। ৪৩ মিনিটে আর্সেনাল সমতা আনে কাই হাভার্টজের গোলে। প্রথমার্ধে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতি থেকে ফিরে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় আর্সেনাল। ৫৫ মিনিটে গানারদের এগিয়ে নেন লিয়ান্দ্রো ট্রসার্ড। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ট্রসার্ড। আর্সেনাল পায় ৪-২ গোলের লিড।
এটিই যখন চূড়ান্ত ফলাফল হওয়ার দিকে যাচ্ছিল, ৮৮ মিনিটে ফেরান তরেসের গোলে ব্যবধান ৪-৩ করে বার্সা। জমিয়ে তোলে ম্যাচ। কিন্তু, পরের মিনিটেই ফ্যাবিও ভিয়েরা গোল করে আর্সেনালকে আবারও চালকের আসনে বসান।
৮ গোলের টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় পায় আর্সেনাল। ম্যাচে বার্সার গোলমুখে ২১টি শট নেয় গানাররা, যার ৯টি তেকাঠি বরাবর। অন্যদিকে বার্সা নেয় ৯টি শট, যার চারটি অন টার্গেট।