ক্রিকেট ছাড়ার পর সুখবর পেলেন ব্রড
সদ্য শেষ হওয়া অ্যাশেজ সিরিজটাকে ধরা হচ্ছে চলতি শতাব্দীর অন্যতম অ্যাশেজ হিসেবে। প্রতিটি ম্যাচ ছিল টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ঠাসা। বাদ যায়নি শেষ ম্যাচের শেষটুকুও। আগেই বিদায় জানিয়ে দেওয়া ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের জন্য মঞ্চটা তৈরিই ছিল। অস্ট্রেলিয়ার শেষ দুই উইকেট নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে পুরোপুরি নিজের করে নিয়েছিলেন সেটি।
৩৭ বছর বয়সী পেসার ব্রড চলতি অ্যাশেজে ছিলেন ইংলিশদের মধ্যে অন্যতম পারফর্মার। নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ২২ উইকেট। এর ফলস্বরূপ আইসিসি থেকে পেয়েছেন সুখবর। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে দুই ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ টেস্টের পর বর্তমানে চতুর্থ অবস্থানে থেকে শেষ করলেন ইংলিশ তারকা।
আজ বুধবার (২ জুলাই) আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে টেস্ট বোলারদের মধ্যে সেরা পাঁচের চতুর্থ স্থানে উঠে এলেন ব্রড। তার রেটিং পয়েন্ট ৭৭৬। অজি পেসার মিচেল স্টার্ক সর্বোচ্চ ২৩ উইকেট নিয়েছেন এবারের অ্যাশেজে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তারও। এক ধাপ এগিয়ে বোলারদের মধ্যে ১৩তম স্থানে আছেন স্টার্ক।
এ ছাড়া, ইংল্যান্ডের দুটো জয়ে অবদান রাখা ক্রিস ওকস বড় লাফ দিয়েছেন। সাত ধাপ এগিয়ে ৩০ থেকে ২৩ এ উঠে এলেন ওকস। টেস্ট বোলারদের তালিকায় এখনও সবার উপরে নামটা ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।
এবারের অ্যাশেজ ছিল ব্যাটারদের জন্য রীতিমতো স্বর্গ। ব্যাট হাতে সবাই ছিলেন দারুণ ছন্দে। আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সেরা দশে চারজনই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের। একধাপ এগিয়ে জো রুট দুইয়ে, দুই ধাপ এগিয়ে স্টিভ স্মিথ উঠে এসেছেন তিন নম্বরে।
উন্নতি হয়েছে উসমান খাজা ও হ্যারি ব্রুকের। দুজনই একধাপ করে এগিয়েছেন। খাজা আছেন সাতে, ব্রুক ৯ নম্বরে। দুই ধাপ এগিয়ে জনি বেয়ারস্টোর অবস্থান ১৭তম। টেস্ট ব্যাটারদের তালিকায় সবার উপরে এখনও রয়েছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন।