সিরিজ সেরা হয়ে আমেরিকাতে জমি পেলেন রাদারফোর্ড
সারে জাগুয়ার্সকে হারিয়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতেছে মন্ট্রিয়েল টাইগার্স। এই খবর কম-বেশি সবারই জানা। তবে মন্ট্রিয়েলের জয় ছাপিয়ে আলোচনায় সিরিজ সেরা শেরফেন রাদারফোর্ডের পুরস্কার নেওয়ার একটি ছবি। কী এমন আছে সেই ছবিতে? যা নিয়ে এত আলোচনা।
গতকাল রোববার (৬ আগস্ট) আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে সারে জাগুয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে মন্ট্রিয়েল। এমন জয়ের ম্যাচে ২৯ বলে ৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন রাদারফোর্ড। এর সুবাদে ম্যাচ সেরার পুরস্কারের পাশাপাশি সিরিজ সেরার পুরস্কারও নিজের নামে করে নিয়েছেন তিনি।
ম্যাচ সেরার পুরস্কার হিসেবে এক হাজার ডলার পেয়েছেন রাদারফোর্ড। এই পর্যন্ত সবই ঠিক আছে। তবে অবাক করার মত ব্যাপার হলো সিরিজ সেরার পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্রে আধা একর জমি পেয়েছেন তিনি। আর ব্যানারে অর্থের পরিবর্তে জমি লেখা দেখে অবাক হয়েছেন অনেকেই।
ক্রিকেটে এর আগে গাড়ি-বাইকসহ আরও নানা ধরনের পুরস্কার দেওয়া হলেও জমি দেওয়ার এমন ঘটনা খুব একটা দেখা যায়নি। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসে মেতেছেন নেটিজেনদের অনেকেই।
ফাইনালে সারে জাগুয়ার্সের হয়ে খেলেছেন বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস। যদিও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১৩ বল থেকে ১২ রান করেন এই ডানহাতি ব্যাটার। পুরো আসরে ৭ ইনিংসে ২১.৭১ গড়ে লিটনের সংগ্রহ ১৫২ রান। যা লিটনের সঙ্গে বড্ড বেমানান। তাই নির্দ্বিধায় বলা হয়, প্রথমবার কানাডায় খেলতে যাওয়া লিটনের টুর্নামেন্ট হতাশাতেই শেষ হলো। সঙ্গে বিদেশের মাটিতে ফ্যাঞ্চাইজি লিগ জিততে না পারার হাহাকারটাও রয়ে গেল।