বিশ্বকাপের টিকিট ছাড়ার ঘোষণা আইসিসির, যেভাবে কিনবেন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/09/world-cup.jpg)
উপমহাদেশে ক্রিকেটের উন্মাদনা সবসময়ই বেশি। এখানে ক্রিকেট নিয়ে মাতামাতির অন্ত নেই। সেই উপমহাদেশে এবার বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে বিশ্বকাপ। বাকি আছে আর মাত্র ৫৬ দিন। এর মধ্যে আজ আইসিসি ঘোষণা দিল কবে থেকে কেনা যাবে বিশ্বকাপের টিকিট।
আজ বুধবার (৯ আগস্ট) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টিকিট কিনতে আগ্রহীদের আগামী ১৫ আগস্ট থেকে আইসিসির নির্দিষ্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি। এরপর কয়েক ধাপে টিকিট কিনতে পারবেন আগ্রহীরা।
যেসব তারিখে টিকিট কেনা যাবে…
২৫ আগস্ট ছাড়া হবে নন-ইন্ডিয়া প্রস্তুতি ম্যাচ এবং সকল নন-ইন্ডিয়া ম্যাচের টিকিট। ৩০ আগস্ট কেনা যাবে গোহাটি ও ত্রিভান্দ্রামে অনুষ্ঠেয় ভারতের ম্যাচের টিকিট। ৩১ আগস্ট পাওয়া যাবে চেন্নাই, দিল্লি ও পুনেতে অনুষ্ঠেয় ভারতের ম্যাচের টিকিট।
১ ও ২ সেপ্টেম্বর যথাক্রমে ধর্মশালা, লখনৌ, মুম্বাই, বেঙ্গালুরু ও কলকাতায় অনুষ্ঠেয় ভারতের ম্যাচগুলোর টিকিট ছাড়বে আইসিসি।
এ প্রসঙ্গে বিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন বলেন, ‘টিকিট ছাড়ার ঘোষণা দিতে পেরে আমরা উৎফুল্ল। সূচি সংক্রান্ত কিছু কারণে দেরি হলেও ভক্তরা এখন নির্বিঘ্নে টিকিট কিনতে পারবে এবং দারুণ সব ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পারবে।’
আইসিসির হেড অফ ইভেন্টস ক্রিস টেটলি বলেন, ‘বিশ্বকাপ ২০২৩ এর টিকিট চলতি (আগস্ট) মাসেই বিক্রি শুরু হবে। ক্রিকেটের কোটি ভক্তদের আমরা আহবান জানাচ্ছি আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া রেজিস্ট্রেশন সম্পন্ন করতে এবং সবার আগে নিজেদের টিকিট সংগ্রহ করতে। একইসঙ্গে ক্রিকেটের সবচেয়ে বড় মহারণ বিশ্বকাপের অংশ হতে।’