স্টোকসকে ওয়ানডেতে ফেরাতে চেষ্টা করছে ইংল্যান্ড
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস গত বছর জুলাইতে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। এরপর রঙিন পোশাক থেকে অবসর নেন তিনি। ইংল্যান্ডের ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা রেখেছিলেন স্টোকস, হয়েছিলেন ফাইনালের ম্যাচসেরা। আরেকটি ওয়ানডে বিশ্বকাপ দোরগোড়ায়।
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে বিশ্বকাপের ১৩তম আসর। তার আগে স্টোকসকে ওয়ানডে দলে ফেরাতে চেষ্টা করছে থ্রি লায়ন্সরা। ইংলিশদের ওয়ানডে দলের কোচ ম্যাথিউ মট আশাবাদী, স্টোকসের ফেরার ব্যাপারে। এমনই খবর জানাল ইএসপিএনক্রিকইনফো।
আজ রোববার (১৩ আগস্ট) ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, ইংল্যান্ডের ওয়ানডে কোচ মট বলেন, ‘আমরা জানি না ও (স্টোকস) কী ভাবছে। তবে, আমরা আশা করি ওকে ফিরিয়ে আনতে পারব। জশ (জশ বাটলার, ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক) ওর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ রাখছে।’
অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের আগে নিজের বাম হাঁটুর চোট নিয়ে স্টোকস বলেছিলেন, ‘চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। অ্যাশেজের পর ছয় মাসের বিশ্রামে থাকব। এ সময়টায় চোট সারাতে কাজ করব।’
এ চোটের কারণে অ্যাশেজে এক ম্যাচ পর আর বোলিং করতে পারেননি স্টোকস। তবে মট বলছেন, ‘আমি বরাবরই বলে এসেছি ওর (স্টোকসের) বোলিং হচ্ছে আমাদের জন্য বোনাস। কিন্তু, ব্যাট হাতে সে কী করতে পারে তা কারও অজানা নয়।’
এখন দেখার বিষয়, বেন স্টোকসের কাছ থেকে কেমন সাড়া মেলে। অ্যাশেজের পর আপাতত পরিবার নিয়ে ছুটিতে আছেন এই ইংলিশ অরাউন্ডার।