আর্জেন্টিনায় যে চমক দেখাতে চলেছেন জামাল ভূঁইয়া
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আমন্ত্রণে বুধবার (১৬ আগস্ট) লাতিন আমেরিকার দেশটিতে পৌঁছান জামাল ভূঁইয়া। সেখানে গিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেন জামাল। এএফএর সামনে নিজের জার্সি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক লেখেন, ‘আমার জন্য সময়টা এখন আর্জেন্টিনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।’
এবার জানা গেল নতুন খবর। সেই প্রতিনিধিত্ব বলতে তিনি বুঝিয়েছেন, আর্জেন্টাইন ক্লাবের হয়ে খেলার কথা। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) এনটিভি অনলাইনকে মুঠোফোনে সে খবর নিশ্চিত করেন জামাল নিজেই।
জামাল বলেন, ‘আগামীকাল শুক্রবার (১৮ আগস্ট) আর্জেন্টিনার একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হবো। আর্জেন্টিনার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিট এবং বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে চুক্তিপত্রে সই করব। চুক্তি উপলক্ষে তারা বড় একটি আয়োজন করতে যাচ্ছে। আমার পেজ (অফিসিয়াল ফেসবুক পেজ) থেকে সরাসরি দেখানো হবে সেটি।’
ধারণা করা হচ্ছে, আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োর সঙ্গে চুক্তি করতে চলেছেন তিনি। তবে, সে ব্যাপারে জানতে চাইলে নিশ্চিত করে কিছু বলেননি।
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে খেলেছিলেন জামাল। আর্জেন্টাইন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলে তিনিই হবেন প্রথম বাংলাদেশি ফুটবলার যিনি আর্জেন্টিনার কোনো ক্লাবে খেলবেন।