অধিনায়ক জামালের চোখে হামজা ‘বাংলাদেশের মেসি’

ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। প্রবাসী এই ফুটবলারকে নিয়ে যে ধরনের উচ্ছ্বাস দেখিয়েছেন সমর্থকরা, তা রীতিমত অবিশ্বাস্য। প্রিমিয়ার লিগে ডিফেন্সিভ এই মিডফিল্ডারকে নিজেদের দলের মেসি করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
আজ বুধবার (১৯ মার্চ) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হামজা প্রসঙ্গে জামাল ভূঁইয়া বলেন, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’
জামাল আরও যোগ করেন, 'হামজা আসায় বেশ ভালো লাগছে। দেখে আরও ভালো লাগছে, আপনারা সবাই যেভাবে ওকে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, প্রবাসী হিসেবে দেশের ফুটবলে আসার শুরুটা আমি করেছি। তবে হামজাকে দেখে আরও অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশে আসবে, জাতীয় দলের হয়ে খেলবে। আর একজন ফুটবলার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা দারুণ একটা ব্যাপার। যদিও বিশ্বকাপে খেলাই আমাদের আসল লক্ষ্য। ২৫ তারিখ হামজা যখন জাতীয় সঙ্গীত শুনবে, ওর গায়ে কাঁটা দেবে, আমারও এমনই লেগেছিল।'
উল্লেখ্য, ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। তাঁর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় অনুশীলন সেশন রয়েছে বাংলাদেশ দলের। এরপর কাল শিলংয়ের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ ফুটবল দল।