‘সুনীল ভালো, কিন্তু হামজা প্রিমিয়ার লিগের খেলোয়াড়’

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হতে পারত সাধারণ এক লড়াই। শক্তিশালি ভারতের সঙ্গে বাংলাদেশের জয়ের প্রত্যাশা, অন্যদিকে ভারতের খানিকটা নির্ভার থাকা। নিজ দেশে খেলা, সব দিক থেকে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। কিন্তু, পাশার দান যেন উল্টে গেল এক নিমিষে।
আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক উন্মাদনা। যে ম্যাচে শুধু বাংলাদেশ ও ভারতের সমর্থক নয়, চোখ রাখবে প্রায় গোটা এশিয়া। সেদিনই প্রথমবার বাংলাদেশের জার্সি গায়ে চাপাতে চলেছেন হামজা চৌধুরী। যাকে ঘিরেই মূল উন্মাদনা।
হামজা খেলবেন এই ম্যাচে। সেই কারণেই কি না অবসর ভেঙে ভারত দলে ডেকেছে সুনীল ছেত্রীকে। ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের ফেরাতে বোঝা যাচ্ছে, বাংলাদেশ ও হামজাকে হালকাভাবে নিচ্ছে না তারা।

ভারতের সঙ্গে ম্যাচটি খেলতে আজ বুধবার (১৯ মার্চ) ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। দেশ ছাড়ার আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন কোচ হাভিয়ের কাবরেরা, অধিনায়ক জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী। সেখানে জামালের কাছে জানতে চাওয়া হয়, সুনীলের ফেরা প্রসঙ্গে। আসে হামজার সঙ্গে তুলনাও।
সুনীলের প্রতি সম্মান রেখেই জামাল বলেন, ‘সুনীলের সঙ্গে হামজার তুলনা দেওয়াটা ঠিক মনে হয় না আমার। সুনীল খুবই ভালো খেলোয়াড়। তিনি তার দেশের জন্য অনেক কিছু করেছেন। কিন্তু সত্যি বলতে, হামজা হচ্ছে প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’