প্রতিশোধ নিয়ে জামা ছিঁড়লেন জকোভিচ
কদিন আগেই তরুণ তুর্কি কার্লোস আলকারাজের কাছে উইম্বলডনের শিরোপা খুইয়েছিলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। তবে মাসখানেকের ব্যবধানে মুদ্রার উল্টোপিঠ দেখলেন আলকারাজ। এবার সিনসিনাটি ওপেনের ফাইনালে হার মানতে হলো এই স্প্যানিশ তারকাকে। দাপুটে জয়ে উইম্বলডন হারের প্রতিশোধ নিলেন জকোভিচ। এটি জকোভিচের ক্যারিয়ারের ৯৫তম ট্রফি।
রোববার (২০ আগস্ট) সিনসিনাটি ওপেনের ফাইনালে ৩ ঘণ্টা ৪৯ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৭-৬ (৯-৭), ৭-৬ (৭-৪) সেটে জয় তুলে নেন জকোভিচ। প্রথম সেটে হারলেও এরপরই ঘুরে দাঁড়ান জকোভিচ।
ম্যাচ শেষে জকোভিচ জানান, ‘আমি আসলে কী বলব বুঝতে পারছি না। আমার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ আলকারাজ। তবে আমি জিততে পেরে বেশ খুশি।’
এর আগে গত জুলাইয়ে উইম্বলডনের ফাইনালে ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে জকোভিচকে হারান আলকারাজ। জেতেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন জেতেন জকোভিচ। এর মধ্যে ফরাসি ওপেনের সেমিতে জকোভিচের কাছে হারতে হয়েছিল আলকারাজকে।
উইম্বলডনের ফাইনালেও ফেভারিট ছিলেন জকোভিচ। তবে, সবকিছু ছাপিয়ে নতুন ইতিহাস গড়েন আলকারাজ। এবার আলকারাজকে হারিয়ে আবেগ ধরে রাখতে পারেননি জকোভিচ। দুহাত দিয়ে ছিঁড়ে ফেলেন নিজের টি-শার্ট।