অবশেষে জানা গেল অসি তারকা স্মিথের চোটের কারণ
চলতি মাসের শেষ সপ্তাহ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজে অসিদের আতিথ্য দেবে দক্ষিণ আফ্রিকা। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না অসি তারকা স্টিভেন স্মিথ। বাম হাতের কব্জির চোটে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ মিস করবেন তিনি।
তবে, কীভাবে কব্জিতে চোট পেয়েছিলেন সেটি এতদিন স্মিথ কিংবা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) কেউই জানাননি। আজ এর কারণ জানালেন স্মিথ নিজেই। সর্বশেষ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে চোট পান তিনি।
আজ মঙ্গলবার (২২ আগস্ট) ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন মতে, অসি তারকা স্মিথ নিজের চোটের কারণটা জানিয়েছেন। স্মিথ বলেন, ‘আমি চোটটা পাই লর্ডসে। লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় ব্যথা পাই। কখন হয়েছে তা বুঝিনি। কারণ, রাত হওয়ার আগে ব্যথা অনুভূত হয়নি। পরের ম্যাচটা আমি ব্যথানাশক ইঞ্জেকশন নিয়ে খেলি।’
স্মিথের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে টি-টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন অ্যাস্টন টার্নার। আর ওয়ানডে সিরিজে খেলবেন মার্নাস লাবুশেন। আফ্রিকা সিরিজে না খেললেও এ সিরিজ শেষে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরবেন স্মিথ। এর পরপরই আছে ওয়ানডে বিশ্বকাপ। তাই, এখন স্মিথকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না সিএ।
৩০ আগস্ট থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর।