জরিমানার পর ছবি তুলতে চাইলেন ট্রাফিক, মজা করে অর্থ চাইলেন গার্দিওলা
গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জিতিয়েছেন পেপ গার্দিওলা। ডাগআউটে দাঁড়িয়ে প্রতিপক্ষের কৌশল ব্যর্থ করে দেওয়া গার্দিওলা এবার করলেন মজার কাণ্ড। রাস্তার উল্টো দিকে গাড়ি পার্কিং করে জরিমানা গুণতে হয় তাকে। গাড়ি যে ভুল জায়গায় রেখেছেন তা তিনি খেয়াল না করলেও দায়িত্বরত ট্রাফিক দেখে এগিয়ে আসেন।
ভুল জায়গায় পার্কিং করায় তাকে ধরিয়ে দেন জরিমানার রশিদ। প্রথমে গার্দিওলাকে চিনতে পারেননি ওই ট্রাফিক। পরে চিনতে পেরে তার সঙ্গে ছবি তোলার আবদার করেন। কিন্তু, মাত্রই যিনি জরিমানা করলেন তার সঙ্গে ছবি তুলবেন এমনি এমনি? গার্দিওলা তার কাছে দাবি করলেন অর্থ।
যদিও, পুরো বিষয়টাই ছিল মজার ছলে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রথমে ভুল জায়গায় গাড়ি পার্ক করে জরিমানা গুণতে হয় ম্যানসিটি কোচ গার্দিওলাকে। পরে, তাকে চিনতে পেরে সেই ট্রাফিক ছবি তুলতে চাইলে গার্দিওলা মজা করে তার কাছে অর্থ চান।
জরিমানা দিয়ে ভুল জায়গা থেকে নিজের গাড়ি সরিয়ে নেন ম্যানসিটির এই স্প্যানিশ কোচ। সম্পূর্ণ বিষয়টি ম্যানসিটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তুলে ধরে।