আর্জেন্টিনায় জামালের স্মরণীয় অভিষেক
বেশ ধুমধাম করেই জামাল ভূঁইয়াকে দলে ভেড়ায় আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়ো। আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দলটি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ককে বেশ সাদরেই গ্রহণ করেছে। তার ওপর রেখেছে আস্থা। সে আস্থার প্রতিদান জামাল দিলেন প্রথম ম্যাচেই। আজ রোববার (২৭ আগস্ট) ক্লাবটির হয়ে অভিষিক্ত হন জামাল। অভিষেকেই পেয়েছেন জয়ের দেখা ।
জার্মিনালের বিপক্ষে ঘরের মাঠে জামালের দল সোল দে মায়ো তুলে নেয় ২-১ গোলের জয়। এদিন জামালের হাতে তুলে দেওয়া হয় অধিনায়কের দায়িত্ব। দায়িত্ব সামলেছেন, সামলেছেন প্রত্যাশার চাপ। দলের পক্ষে করেছেন জয়সূচক গোল।
প্রথমার্ধের ৩০ মিনিটে ফার্নান্দোর গোলে এগিয়ে যায় জামালরা। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় জার্মিনাল। খেলা যখন ১-১ এ সমতায়, তখনই স্পটকিক থেকে ম্যাচের ৮২ মিনিটে গোল করেন জামাল। বামপোস্টে কোণাকুণি করা জামালের গতিশীল শট আটকাতে ব্যর্থ হন জার্মিনাল গোলরক্ষক।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সোল দে মায়ো।
গত ১৮ আগস্ট আর্জেন্টনার তৃতীয় বিভাগের দল সোল দে মায়োর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ অধিনায়ক জামাল। জামালই প্রথম বাংলাদেশি ফুটবলার, যিনি আর্জেন্টাইন কোনো ক্লাবে খেলছেন।