জামালের গোলে সোল দে মায়োর বড় জয়
আর্জেন্টাইন ফুটবল লিগে সময়টা বেশ কাটছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার। সোল দে মায়োর জার্সিতে গোল করে অভিষেক রাঙানোর পর এবার দ্বিতীয় ম্যাচেও দলের বড় জয়ে অবদান রেখেছেন এই ২৭ বছর বয়সী ফুটবলার। তৃতীয় বিভাগের ক্লাব সোল দে মায়ো ৪-২ গোলে জিতেছে সানসিনেনার বিপক্ষে।
বাংলাদেশ-আফগানিস্তানের ফিফা প্রীতি ম্যাচের কারণে মাঝে সোল দে মায়োর কিছু ম্যাচে খেলা হয়নি জামালের। এমনকি আর্জেন্টিনায় ফিরে মাংসপেশির চোটের কারণে ছিলেন সাইড লাইনে। তবে আজ রোবাবর (১৭ সেপ্টেম্বর) সানসিনেনার বিপক্ষে ম্যাচে মাঠে নামেন তিনি।
ম্যাচের তৃতীয় মিনিটেই গোল হজম করে স্বাগতিক সোল দে মায়ো। গড়ানো শটে দলকে এগিয়ে নেন সানসিনেনার স্ট্রাইকার ডেভিড ভেলিজ। গোল হজমের পরেই আক্রমণের ধাড় বাড়ায় সোল দে মায়ো। যার ফল পেতেও খুব বেশি সময় লাগেনি।
কুচিচ মাতিয়াসের গোলে ম্যাচে সমতায় ফেরে সোল দে মায়ো। এরপর ১-১ গোলে সমতায় থাকা ম্যাচের ২৬তম মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন জামাল। এটি ক্লাবের জার্সিতে তার দ্বিতীয় গোল। এরপর সোল দে মায়ো আরও দুই গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।
এই ম্যাচ শেষে ২৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল সোল দে মায়ো। জামালরা আছেন তালিকার ৬ নম্বরে। আর এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নাম্বরে আছে সানসিনেনা।