বিগ ব্যাশের ড্রাফটে তিন বাংলাদেশি ক্রিকেটার
আইপিএলের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ। বিশ্বের নামকরা সব তারকাদের মিলনমেলায় পরিণত হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই টুর্নামেন্ট। ২০২৩-২৪ মৌসুমে পুরুষ ও নারী বিগ ব্যাশকে সামনে রেখে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে চূড়ান্ত খেলোয়াড় ড্রাফট প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পুরুষদের টুর্নামেন্টের জন্য চূড়ান্ত হওয়া ৩৭৬ জন ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি। আর নারীদের সংস্করণে জায়গা হয়েছে একজনের।
পুরুষ বিগ ব্যাশ লিগের ড্রাফটে জায়গা পাওয়া দুই বাংলাদেশি ক্রিকেটার হলেন স্পিনার তাইজুল ইসলাম ও পেসার রিপন মণ্ডল। আর একমাত্র নারী হিসেবে নারী সংস্করণে জায়গা মিলেছে জাহানারা আলমের। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে পুরুষদের ১৩তম আসর ও নারীদের নবম আসরের নিলাম।
পুরুষ বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্স। নারীদের শিরোপা অ্যাডিলেড স্ট্রাইকার্সের দখলে।