বিশ্বকাপের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর স্কোয়াড ঘোষণার শেষ দিন আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর)। শেষ দিনে আজ দল ঘোষণা করেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দক্ষিণ আফ্রিকা। এটি অবশ্য চূড়ান্ত দল নয়। প্রত্যেক দল স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ পাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে নেতৃত্বে রেখেই দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে একেবারে নতুন মুখ পেসার জেরাল্ড কোয়েৎজি। চলতি বছর অভিষিক্ত এ পেসার খেলেছেন মাত্র দুটো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। দুই ম্যাচেই নিয়েছেন পাঁচ উইকেট।
প্রোটিয়া স্কোয়াডের ব্যাটিংয়ে রয়েছে চমৎকার ভারসাম্য। অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক, ডেভিড মিলার, রেজা হেনড্রিকস, এইডেন মার্করামদের নিয়ে গড়া লাইনআপে বেশ গভীরতা আছে।
ভারতের মাটিতে খেলা। উপমহাদেশে স্পিনের একটা আধিপত্য সবসময়ই থাকে। সেটি বিবেচনায় রেখে কেশব মহারাজ ও তাবরাইজ শামজির হাতে দেওয়া হয়েছে স্পিনের গুরুদায়িত্ব।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের পরিচালক নক এনোকি বলেন, ‘বিশ্বকাপ হচ্ছে খেলার চূড়া। খেলোয়াড় হিসেবে সবারই স্বপ্ন থাকে এখানে খেলার। আমি নিশ্চিত করে বলতে পারি যারা সুযোগ পেয়েছে প্রত্যেকেই ভীষণ গর্ববোধ করছে। সবাইকে অভিনন্দন জানাতে চাই। কোনো সন্দেহ নেই তারা ভারত থেকে বিশ্বকাপ নিয়ে আসতে নিজেদের সর্বোচ্চটাই দেবে।’
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, জেরাল্ড কোয়েৎজি, মার্কো জেনসেন, হেনরিক ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নরকিয়া, কাগিজো রাবাদা, তাবরাইজ শামজি, ফর ডার ডুসেন।