আফগানদের বিপক্ষে আবারও ড্র করল বাংলাদেশ
ম্যাচের ৯৪ মিনিটে জয়সূচক গোলটি প্রায় পেয়েই বসেছিল আফগানিস্তান। ডানপ্রান্ত থেকে আগ্রাসী এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকে যান আফগান উইঙ্গার। শেষ মুহূর্তে দেয়াল হয়ে পেছন থেকে ছুটে এসে বল ক্লিয়ার করেন তপু বর্মণ। তাতে বিপদমুক্ত হয় বাংলাদেশ। এক মিনিট পর রেফারির শেষ বাঁশি বাজে।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। বসুন্ধরা কিংসের স্টেডিয়াম কিংস অ্যারেনায় দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্য সমতায়। একই মাঠে আজও জয় পায়নি কোনো দল। অমীমাংসিত থেকে যায় সিরিজটি।
ম্যাচের শুরু থেকেই বেশ উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ১৭ মিনিটে ডাগআউটে বাংলাদেশের সহকারী কোচের দিকে তেড়ে যান আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। তাকে লাল কার্ড দেখান ম্যাচ রেফারি। প্রথমার্ধে মাঠের বাইরের উত্তেজনা ছাপিয়ে মাঠের খেলায় এগিয়ে যেতে ব্যর্থ হয় দু’দল। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি কেউই। গোলশূন্য সমতায় বিরতিতে যায় বাংলাদেশ ও আফগানিস্তান।
বিরতি থেকে ফিরে দ্রুত গোল আদায় করে নেয় আফগানরা। ৫৩ মিনিটে পপালজাইর পাস থেকে শারজার গোলে এগিয়ে যায় তারা। এগিয়ে গিয়ে বেশ কয়েকটি আক্রমণ করে তারা। কিন্তু, গোলরক্ষক জিকো রক্ষা করেন। ৬২ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান শেখ মোরসালিন। আফগান ডিফেন্স ভেঙে গোল বের করেন মোরসালিন।
ম্যাচের বাকি সময় দুদলই চেষ্টা করেছে আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে। যদিও, সফল হয়নি কেউই। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।