হামজার অনুশীলন দেখতে না পেরে দর্শকের ক্ষোভ

হামজা চৌধুরী প্রথমবার অনুশীলন করবেন লাল-সবুজের দেশে, তা নিয়ে ভক্তদের উদ্দীপনা ছিল তুঙ্গে। আজ বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টায় শুরু হয় অনুশীলন। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলনে দর্শকের প্রবেশ করার অনুমতি ছিল। তবে, তার জন্য কাটতে হতো টিকিট।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফযুফে) পক্ষ থেকে বিকেলে জানানো হয়েছিল, অনুশীলন দেখতে কাটতে হবে টিকিট। বাংলাদেশের প্রেক্ষাপটে যা একেবারেই ভিন্ন ব্যাপার। তবু, উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এসেছিলেন মাঠে। যারা সরাসরি দেখতে পেয়েছেন হামজার অনুশীলন।
এক দল অনুশীলন দেখলেও, কিংস অ্যারেনার গেটের বাইরে অনেক সমর্থক জড়ো হয়েছিলেন। তাদের কাছে ছিল না টিকিট। ফলে, পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ভেতরে প্রবেশ করতে দেননি। আটকে দেন গেট। তাতে ক্ষুব্ধ হন দর্শকরা। গেট ধরে টানাটানি ও শোরগোল করেন।
হামজার আগমনে দেশের ফুটবলে এসেছে নতুন জোয়ার। হামজাও হাসিমুখে একাধিকবার জানিয়েছেন, দেশকে বহুদূর নিয়ে যেতে চান তিনি। তাকে প্রশংসায় ভাসিয়েছেন সতীর্থ জামাল ভূঁইয়াও। বাংলাদেশ অধিনায়ক জামালের কাছে হামজা এদেশের মেসি।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। শিলংয়ের উদ্দেশে আগামীকাল দেশ ছাড়বে দল। এর আগে আজ সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা এসেছে। আসলে আমি যেটা (ডেনমার্ক থেকে বাংলাদেশে আসা) শুরু করেছি, সেটা অন্য ফুটবলারদের জন্য প্রেরণা জুগিয়েছে। তারা আসছে বাংলাদেশের হয়ে খেলতে। আর হামজা তো বাংলাদেশের মেসি।’