ফাহমিদুল ইস্যুতে যা বললেন বাফুফে সভাপতি

ইতালি থেকে উড়িয়ে আনা হলেও, ১৮ বছর বয়সী ফাহমিদুল ইসলামকে রাখা হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত স্কোয়াডে। তা নিয়ে ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মঙ্গলবার (১৮ মার্চ) মানববন্ধনও করেছেন ভক্তরা।শুধু ভক্তরা নয়, ফাহমিদুলকে এভাবে দল থেকে বাদ দেওয়া মেনে নিতে পারেননি দেশের অনেক সাবেক তারকারাও।
আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ফাহমিদুল ইস্যুতে উত্তাল ফুটবলপাড়া। যা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফাহমিদুল ইস্যু চাপা পড়েনি হামজা চৌধুরীর প্রথম অনুশীলনের সন্দ্যায়ও। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বুধবার হামজার অনুশীলনের সময় গ্যালারি থেকে ভক্তরা ফাহমিদুলকে ফিরিয়ে আনার স্লোগান তোলেন। ফাহমিদুল ইস্যুতে আজ গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাফুফে সভাপতি।
বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ফাহমিদুলের প্রসঙ্গে তাবিথ আউয়াল বলেন, ‘তার বয়স মাত্র ১৮। সামনে অনেক সময় পড়ে আছে। সে আমাদের ভাবনায় ভালোভাবেই আছে। ভারতের সঙ্গে ম্যাচ তো শেষ নয়। সামনে বাংলাদেশের অনেক ম্যাচ। তাছাড়া, ফাহমিদুলই প্রথম নয়। প্রবাসী ফুটবলারদের কয়েকজনও যখন প্রথমবার এসেছিল, সুযোগ পায়নি। তারা এখন জাতীয় দলে খেলছে। ফাহমিদুল মেধাবী ছেলে, সে আমাদের পরিকল্পনায় আছে।’