এশিয়া কাপ অসমাপ্ত রেখে দেশে ফিরতে পারেন মুশফিক
এশিয়া কাপ শুরুর আগে থেকেই বাংলাদেশ দলে কেমন যেন অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল। আসর শুরুর আগে দল থেকে ছিটকে যান ইবাদত হোসেন, লিটন দাস। অসুস্থতা কাটিয়ে লিটন ফিরলেও চোটের কারণে আসর শেষ হয়ে যায় নাজমুল হোসেন শান্তর। এবার শোনা যাচ্ছে, এশিয়া কাপ অসমাপ্ত রেখে দেশে ফিরতে পারেন মুশফিকুর রহিম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
সূত্রমতে, পারিবারিক কারণে এশিয়া কাপ সম্পূর্ণ শেষ না করে দেশে ফিরতে চান মুশফিক। মূলত তার স্ত্রী সন্তানসম্ভবা। ১২ সেপ্টেম্বরের আগে তাই দেশে থাকতে চান, বিষয়টি বিসিবিকে জানিয়েছেন মুশফিক। বিসিবি তার বিষয়টি আমলে নিয়েছে। তবে, তাকে এখনও ছাড়পত্র দেয়নি।
আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরে লড়বে বাংলাদেশ। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে হেরেছে সাকিব-মুশফিকরা। আসরে টিকে থাকতে হলে লঙ্কানদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এ ম্যাচ শেষে বিসিবি মুশফিকের দেশে ফেরার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হারলেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন মুশফিক। দলের ব্যাটিং ব্যর্থতার মধ্যে সর্বোচ্চ ৬৪ রান করেন তিনি। ৮৭ বলে পাঁচ বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস। কাল দলের গুরুত্বপূর্ণ ম্যাচে আরেকবার অভিজ্ঞ এই ব্যাটারের কাছ থেকে বড় ইনিংস আশা করছে দল। শ্রীলঙ্কার পর সুপার ফোরে বাংলাদেশের শেষ প্রতিপক্ষ ভারত। ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর।