ক্রিকইনফোর এশিয়া কাপ সেরা একাদশে আছেন যারা
ম্যাড়ম্যাড়ে এক ফাইনাল দিয়ে পর্দা নেমেছে এশিয়া কাপের। ফাইনাল বাদে মোটামুটি সবগুলো ম্যাচই ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এশিয়া কাপে দলগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে সেরা একাদশ বাছাই করেছে জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের সেরা একাদশ জানিয়েছে ক্রিকইনফো। একদশে সবচেয়ে বেশি ছয় ক্রিকেটার রয়েছে চ্যাম্পিয়ন ভারতের। শ্রীলঙ্কার তিন ও বাংলাদেশ-পাকিস্তানের একজন করে ক্রিকেটার সুযোগ পেয়েছেন।
ওপেনিংয়ে শুভমান গিল ও রোহিত শর্মাকে রাখা হয়েছে। এছাড়াও টপ অর্ডারের আরেক ব্যাটার হলেন কুশল মেন্ডিস। উইকেটরক্ষক হিসেবে আছেন কেএল রাহুল। অলরাউন্ডার কোটায় সাকিব, চারিথ আসালাঙ্কা ও হার্দিক পান্ডিয়াকে রাখা হয়েছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুনিথ ভেল্লালাগে ও কুলদ্বীপ যাদবকে রাখা হয়েছে। এছাড়াও আছেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ সিরাজ।
এশিয়া কাপে ব্যক্তিগত পারফরম্যান্সে মোটামুটি উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। পুরো আসর জুড়েই ব্যাটে-বলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সাকিব। সদ্য সমাপ্ত আসরে ব্যাট হাতে সাকিব সর্বমোট ১৭৩ রান করেছেন, এছাড়া বল হাতে শিকার করেছেন ৩ উইকেট।
ক্রিকইনফোর বাছাই করা এশিয়া কাপের সেরা একাদশ:
শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), কুশল মেন্ডিস, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, সাকিব আল হাসান, হার্দিক পান্ডিয়া, দুনিথ ভেল্লালাগে, শাহিন শাহ আফ্রিদি, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।