অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচি চূড়ান্ত, জানা গেল বাংলাদেশ ম্যাচের সময়
আগামী বছর শ্রীলঙ্কায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। ২০২৪ সালের ১৩ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবাদের বিশ্বকাপ। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
১৬ দলের অংশগ্রহণে চারটি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ পর্বে খেলবে দলগুলো। সেখান থেকে যথাক্রমে সুপার সিক্স, সেমিফাইনাল ও ফাইনাল। গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হবে ১৩ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত।
১৩ জানুয়ারি স্বাগতিক শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ২০২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবাদের আসর শুরু হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৪ জানুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি।
‘এ’- গ্রুপে ২০২২ বিশ্বকাপজয়ী ভারত ছাড়াও বাংলাদেশের সঙ্গে আছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮ জানুয়ারি, সিংহলিজ স্পোর্টস ক্লাবে। কলম্বো ক্রিকেট ক্লাবে ২১ জানুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মোকাবিলা করবে বাংলাদেশ।
তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। সর্বশেষ আয়োজন করেছিল ২০০৬ সালে। আসরে পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলো ভেন্যুই শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোতে অবস্থিত।