২৯ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাকগার্কের ইতিহাস
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৫ সালে ৩১ বলে করা ডি ভিলিয়াসের্রর সেঞ্চুরিটি এতদিন ছিল ওয়ানডে ক্রিকেটে দ্রুততম। এবার সেই রেকর্ড ছাপিয়ে ২৯ বলে সেঞ্চুরি করে আলোচনায় অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক।
আজ রোববার (৮ অক্টোবর) জনপ্রিয় ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে তাসমানিয়ার বিপক্ষে ৩৮ বলে ১২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ম্যাকগার্ক। এই ৩৮ বলের মধ্যে ২৩টিতেই বাউন্ডারি মারেন তিনি। যেখানে ছক্কা ১৩টি, চার ১০টি। সেঞ্চুরি করেছেন মাত্র ২৯ বলে। যা ‘লিস্ট এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুত সেঞ্চুরি।
অবিশ্বাস্য হলেও সত্যি যে ম্যাকগুর্ক আউট হয়েছেন ইনিংসের ১২তম ওভারে! অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের একটি রেকর্ডও ভাঙেন ফ্রেসার-ম্যাকগার্ক। এতদিন দেশটির ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় দ্রুততম ফিফটির মালিক ছিলেন ম্যাক্সওয়েল। তিনি ১৯ বলে করেছিলেন পঞ্চাশ। এদিন ১৮ বলে ফিফটি পূর্ণ করে আরও আগ্রাসী হয়ে তিন অঙ্কে গিয়ে রেকর্ডে নাম লেখান তিনি।
যদিও এর আগে ১৫টি ম্যাচ খেলার সুযোগ পেলেও কোনোটিতেই ফিফটির দেখা পাননি এই ব্যাটার। এক ম্যাচে দুই রেকর্ড গড়েও অবশ্য দলকে জেতাতে পারেননি ম্যাকগার্ক। তাসমানিয়ার ৯ উইকেটে ৪৩৫ রানের জবাবে ৪৬.৪ ওভারে দক্ষিণ অস্ট্রেলিয়া থামে ৩৯৮ রানে। দল ৩৭ রানের হারলেও তার এই কীর্তি রেকর্ড বুকে লেখা থাকবে বহুকাল।