অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হতে পারে ক্রিকেট
অলিম্পিক গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ চলছিল। অবশেষে অলিম্পিক কমিটির সঙ্গে আইসিসির কথাবার্তা অনেকটাই এগিয়েছে। প্রাথমিকভাবে অলিম্পিক কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা হয়েছে এবং ক্রিকেটকে অলিম্পিকে যুক্ত করার বিষয়টি বিবেচনায় নিয়েছে তারা। তবে, এখনও কিছু চূড়ান্ত হয়নি।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে আইসিসি।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক গেমস ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় আয়োজন। বিশ্বব্যাপী অ্যাথলেটরা অপেক্ষায় থাকেন দলগত ও ব্যক্তিগতভাবে নিজেদের প্রমাণ করতে। অলিম্পিকে এমন অনেক খেলা আছে, যেগুলোর নামও জানা নেই আমাদের। কিন্তু এখানে নেই আমাদের পরিচিত ক্রিকেট।
অলিম্পিকে ক্রিকেটের যুক্ত হওয়া প্রসঙ্গে আইসিসি নিজেদের পোস্টে লেখে, ‘আরও একধাপ এগিয়ে গেলাম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার কথাবার্তা এগুচ্ছে। অনেক খেলোয়াড়ের স্বপ্নপূরণ হবে।’
এর আগেও বেশ কয়েকবার অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার কথাবার্তা এগোলেও শেষ পর্যন্ত ক্রিকেটের যে ব্যপ্তি, সেটি বিবেচনায় নিয়ে চূড়ান্তভাবে আর ক্রিকেটকে অলিম্পিকের নতুন ইভেন্ট হিসেবে যোগ করা হয়নি।
বর্তমানে ক্রিকেটের সময় কমে এসেছে টি-টোয়েন্টি ও টি-টেনের বদৌলতে। অলিম্পিক কর্তৃপক্ষও তাই বিষয়টি বিবেচনায় নিয়েছে।