ছুটছে ইংল্যান্ড, বিপদ বাড়ছে বাংলাদেশের
মাঝপথে এসে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু যতক্ষণে বাংলাদেশের বোলাররা পথ খুঁজে পেয়েছেন ততক্ষণে খুব দেরি হয়ে গেছে। কারণ, রানের কোটা এরই মধ্যে ৩০০ ছাড়িয়েছে ইংল্যান্ডের। ৩০০ ছাড়িয়ে বড় স্কোরের জন্য ছুটছেন ইংলিশ ব্যাটাররা। তাতে ক্রমেই বিপদ বাড়ছে বাংলাদেশের। ইংল্যান্ডকে থামানোর লক্ষ্যে লড়াই করছে সাকিব আল হাসানের দল।
অবশেষে সেঞ্চুরিয়ান মালানকে বিদায় করল বাংলাদেশ
সময়ের সাথে সাথে বাংলাদেশি বোলারদের ওপর আরও চড়াও হচ্ছিলেন ডেভিড মালান। ৯১ বলে সেঞ্চুরি করা মালান পরের ১৬ বলে করেছেন আরও ৪০ রান। মোট ১০৭ বলে ১৪০ রান করে অবশেষে থেমেছেন তিনি। শেখ মেহেদি হাসানের বলে স্টাম্প হয়ে অবশেষে ভাঙল তার প্রতিরোধ।
বাংলাদেশকে হতাশ করে মালানের সেঞ্চুরি
ইনিংসের শুরু থেকেই মারমুখী ছন্দে খেলছেন ডেভিড মালান। বাংলাদেশি বোলাররা মিলে ভাঙতে পারেননি তার প্রতিরোধ। উইকেটে থিতু হয়ে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৯১ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন ইংলিশ তারকা। শতক ছোঁয়ার পর ইংলিশদের স্কোর বড় করতে ছুটছেন তিনি। ইংলিশদের ব্যাটিংয়ের সামনে রীতিমতো অসহায় বাংলাদেশ।
অবশেষে বাংলাদেশকে সাফল্য এনে দিলেন সাকিব
আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের পরীক্ষা নিচ্ছিল ইংল্যান্ড। বাংলাদেশি পেসাররা মিলে কোনোভাবেই ভাঙতে পারছিলেন না ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের প্রতিরোধ। ১৭ওভার উইকেটশূন্য থাকার পর অবশেষে এলো উইকেটের দেখা। অধিনায়ক সাকিব আল হাসান ভাঙলেন বেয়ারস্টোর প্রতিরোধ। ৫২ রান করা বেয়ারস্টোকে বোল্ড করে বাংলাদেশকে সাফল্য এনে দেন বাংলাদেশ অধিনায়ক।
জোড়া হাফসেঞ্চুরিতে বাংলাদেশকে ডোবাচ্ছে ইংল্যান্ড
ওপেনিংয়ে নেমেই ঝড় তুলেছেন জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। দুজনের থিতু হয়ে যাওয়া জুটি এখনও ভাঙতে পারেনি বাংলাদেশ। উল্টো বাংলাদেশি বোলারদের হতাশ করে হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন দুই ইংলিশ ওপেনার। দুই হাফসেঞ্চুরিতে বড় রানের পথে ছুটছে জস বাটলারের দল।
রিভিউ হারিয়ে বোলিংয়ে নড়বড়ে শুরু বাংলাদেশের
কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে বোলিং বেছে নিতে ভুল করেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু সেই অর্থে শুরুর দিকে সুবিধা নিতে পারল না বাংলাদেশ। উল্টো একটি রিভিউ হারিয়েছে বাংলাদেশ।
মুস্তাফিজুর রহমানের কট বিহাইন্ডের বলে ডেভিড মালানের আউট হওয়ার আবেদন তোলে বাংলাদেশ। আম্পায়ার দেন নট আউট। ফলে রিভিউ নেন সাকিব। কিন্তু লাভ হয়নি। বরং ব্যর্থ হলো রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, মালানের ব্যাটে লাগেনি বল। প্রথম ১২ ওভারে এখন পর্যন্ত উইকেট শূন্য বাংলাদেশ।
যেমন হলো দুদলের একাদশ
ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর পরিবর্তে দলে প্রবেশ করেছেন শেখ মেহেদি হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষিক্ত হয়েছেন ২৮ বছর বয়সী মেহেদি। ধর্মশালার উইকেটে প্রথম ম্যাচে স্পিনাররা দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন। সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে একজন বাড়তি স্পিনার তাই দলের শক্তি বাড়াবে।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, দাভিদ মালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ, রিস টপলি।
ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে দুর্দান্ত। স্বপ্নীল শুরু যাকে বলে। ব্যাটে-বলে দলগত পারফরম্যান্স দেখিয়ে আফগানিস্তানকে হারিয়ে আসরে শুভসূচনা করে বাংলাদেশ। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে হারে ইংল্যান্ড। বাংলাদেশ যেখানে প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী, ইংল্যান্ড সেখানে কিছুটা পিছিয়ে। এমন অবস্থায় আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ধর্মশালায় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ।