আজ থেকে শুরু জাতীয় ক্রিকেট লিগ
ভারতে চলছে ওযানডে বিশ্বকাপের ১৩তম আসর। গোটা ক্রিকেট দুনিয়ার চোখ সেখানে। বাংলাদেশের দর্শকরাও ব্যস্ত বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধিদের সমর্থন দিতে। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে শুরু হলো জাতীয় ক্রিকেট লিগের ২৫তম আসর। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের সবচেয়ে বড় আসর এটি।
আজ সকালে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ঢাকা ও রংপুরের ম্যাচ দিয়ে পর্দা ওঠে এই টুর্নামেন্টের। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও নির্বাচক আব্দুর রাজ্জাক।
লিগে আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। টায়ার ১ এ খেলবে ঢাকা, রংপুর, সিলেট ও ঢাকা মেট্টো। টায়ার ২ এ আছে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশাল।
প্রথম রাউন্ডে আজ ঢাকায় মুখোমুখি হয়েছে ঢাকা-রংপুর, চট্টগ্রামে চট্টগ্রাম-বরিশাল, সিলেটে সিলেট-ঢাকা মেট্টো এবং রাজশাহীতে লড়ছে রাজশাহী-খুলনা। প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য চারদিন।