ঢাকাকে হারিয়ে এনসিএলে চ্যাম্পিয়ন রংপুর
ব্যাটারদের ব্যর্থতায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় লিগ ক্রিকেটের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণের ফাইনালটা মনঃপুত হয়নি দর্শকদের। শিরোপা নির্ধারণী ম্যাচে জমজমাট লড়াইয়ের আভাস মিললেও বাস্তবে তেমনটা দেখা যায়নি। একপেশে ম্যাচে ঢাকা মেট্রোকে হারিয়ে প্রথম আসরের শিরোপা নিজেদের করে নিল রংপুর।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করে স্রেফ ৬২ রানে অলআউট হয়ে যায় ঢাকা মেট্রো। ওই রান তুলতেও ৫ উইকেট হারায় রংপুর, যদিও ম্যাচ শেষ করে নেয় ৮.৪ ওভার আগে। ৫ উইকেটের জয়ে শিরোপা জিতল রংপুর। রংপুরের জয়ে বড় ভূমিকা তাদের দুই পেসারের। মুগ্ধ ও আলাউদ্দিন দুজনেই ১৩ রান খরচায় পান সমান ৩টি করে উইকেট।
৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক।
এর আগে ব্যাটিংয়ে নামে ঢাকা মেট্রো। কিন্তু মুকিদুল ইসলাম মুগ্ধ এবং আলাউদ্দিন বাবুর বোলিং তোপে পাওয়ার প্লেতেই ১৬ রানে ৫ উইকেট হারায় তারা। ড্রেসিংরুম থেকে মাঠে আসা যাওয়ার মিছিলে মেট্রোর দুই ব্যাটার কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। শামসুর রহমান শুভ ১৪ ও আবু হায়দার রনি খেলেন ১৩ রানের ইনিংস। অতিরিক্ত খাত থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ১১ রান। মেট্রো অধিনায়ক ও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এদিন শূন্যতে আউট হয়েছেন।